সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট যে ৯ দেশের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্টের একটি র্যাংকিং প্রকাশ হয়েছে। আর এই তালিকার শীর্ষ তিনটিই এশিয়ার দেশ। জার্মানি, ফিনল্যান্ডের মতো দেশগুলোকে পেছনে ফেলে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে জাপান ও সিঙ্গাপুর। ভ্রমণ বিষয়ক বৈশ্বিক র্যাংকিং হেনলি পাসপোর্ট সূচকের ওই তালিকাটি সম্প্রতি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অগ্রিম বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়া যে পাসপোর্ট নিয়ে সবচেয়ে বেশি দেশে ঢোকা যায়, সে পাসপোর্ট নিয়েই এই র্যাংকিং করা হয়েছে। তালিকা অনুসারে, সবচেয়ে প্রভাবশালী হিসেবে টানা তৃতীয়বারের মতো এক নম্বর স্থান লাভ করেছে জাপানের পাসপোর্ট। অগ্রিম ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়াই জাপানিরা ১৯১টি দেশে প্রবেশ করতে পারেন। সিঙ্গাপুরের নাগরিকরা তাদের পাসপোর্ট নিয়ে প্রবেশ করতে পারেন ১৯০টি দেশে। যে নয়টি পাসপোর্ট নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি দেশে কোনো অগ্রিম ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়া প্রবেশ করা যাবে, সেগুলো হলো- ১. জাপান (১৯১টি দেশ) ২. সিঙ্গাপুর (১৯১টি দেশ) ৩. দক্ষিণ কোরিয়া (১৮৯টি দেশ) ৪. জার্মানি (১৮৯টি দেশ) ৫. ইতালি (১৮৮টি দেশ) ৬. ফিনল্যান্ড (১৮৮টি দেশ) ৭. স্পেন ((১৮৭টি দেশ) ৮. লুক্সেমবার্গ ((১৮৭টি দেশ) ৯. ডেনমার্ক (১৮৭টি দেশ) অন্যদিকে তালকায় নিচের দিকেই রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার মতো সন্ত্রাস বা যুদ্ধকবলিত দেশগুলো। এর মধ্যে আফগান নাগরিকরা তাদের পাসপোর্ট দিয়ে মাত্র ২৬টি দেশে আগে কোনো ভিসা আবেদন ছাড়া ঢুকতে পারে। হেনলি পাসপোর্ট সূচক কর্তৃপক্ষ জানায়, আগে ভিসা আবেদন ছাড়াই সবচেয়ে বেশি দেশে যাওয়া যায় এবং ভ্রমণ করা যায়, এমন বিষয়ের ওপর ভিত্তি করে র্যাংকিংটি করা হয়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের গ্রুপ পিআর ডিরেক্টর প্যাডি ব্লুয়ার সংবাদমাধ্যমকে বলেন, পাসপোর্ট একটি সার্বভৌম দেশের ইতিবাচক ও নেতিবাচক ভাবমূর্তির পরিচয় দেয়। দেশটির সঙ্গে অন্য দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কেমন তা-ও অনেকখানি নির্ভর করে পাসপোর্টের ওপর। সে হিসেবে বৈশ্বিক বাণিজ্য, রাজনীতি ও অর্থনীতিতে অনেক বেশি প্রভাবশালী ও ইতিবাচক ভাবমূর্তির বলা যায় তালিকার প্রথম দিকের পাসপোর্টগুলোকে। Share this:TwitterFacebook Related posts: বাধ্য হয়ে বেরিয়ে আসলেন ভাইস চ্যান্সেলর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ভারতের জন্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে রাশিয়া রাখাইনে গভীর সমুদ্রবন্দর করতে চায় চীন মৃত্যুকূপ স্পেনে বাড়িতে বাড়িতে মিলছে বৃদ্ধদের লাশ ২১ দিনের জন্য লকডাউন ভারত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর শতকরা ৭০ ভাগ ইউরোপে করোনার উৎপত্তিস্থল উহানে চালু হলো শিক্ষা প্রতিষ্ঠান লাগামহীন ভাবে ভারতে করোনার সংক্রমণ বাড়ছে ব্রাজিলের পথে হাঁটছে ভারত যুক্তরাষ্ট্রে অনুমোদনের দ্বারপ্রান্তে মডার্নার ভ্যাকসিন মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জোরদার হচ্ছে ছাত্র-শিক্ষক আন্দোলন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: পাসপোর্ট যে ৯ দেশেরসবচেয়ে প্রভাবশালী