​ব্রাহ্মণবাড়িয়ায় ৭১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার ৭১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকবাহী একটি পিকআপও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের সুজন কুমার-(৩৩), নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মোঃ সাইদুল ইসলাম-(১৯) ও মোঃ খাইরুল ইসলাম-(১৯)।

শুক্রবার দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড মোড়ে একটি পিকআপ আটক করে। পরে পিকআপে তল্লাশী চালিয়ে ৩০টি কাঠের গুঁড়া ভর্তি বস্তার মধ্যে ৬টি বস্তা থেকে ৭১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।