​নোয়াখালীতে লাইসেন্সবিহীন ৪ সমিলে অর্থদণ্ড

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী সুবর্ণচরে লাইসেন্সবিহীন চারটি সমিলে ১৪ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল উপজেলা বন বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা।

অর্থদণ্ডকৃত সমিলগুলো হলো- চর আমান উল্যাহ ইউনিয়নে এনায়েত উল্যাহ বাবুল স মিল, হেজারাম স মিল, হেলাল স মিল ও সাহাদাত স মিল।

ইউএনও চৈতী সর্ববিদ্যা জানান, করাত-কল (লাইসেন্স) ২০১২ বিধিমালা ৩ এর ১ ধারা অনুযায়ী লাইসেন্সবিহীন চারটি স মিলে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে লাইসেন্স না পাওয়া পর্যন্ত করাত কলগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।