গৌরীপুরবাসীর নাভিশ্বাস নিত্যপণ্যের উর্ধ্বোগতিতে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১ গৌরীপুরবাসীর নাভিশ্বাস নিত্যপণ্যের উর্ধ্বোগতিতে গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ; ময়মনসিংহের গৌরীপুরে নিত্যপণ্যের দাম বৃদ্ধির মিছিলে অতি দরিদ্র, দরিদ্র, নি¤œবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ হিমশিম খাচ্ছেন। এখন পরিবারের চাহিদা পূরণ করতে না পেরে তাদের খুবই নাকাল অবস্থা। সীমিত আয়ের মানুষ প্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে না পেরে অসহায় জীবন যাপন করছেন। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে গৌরীপুরবাসীর নাকাল অবস্থা। কোন কোন পণ্যের দাম ৪৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। অর্থাৎ এক মাস আগে যা কিনতে ১০০ টাকা ব্যয় করতে হতো ক্রেতাদের। বর্তমানে সেই একই পরিমাণ ও মানের পণ্য কিনতে ১৪৬ টাকা গুনতে হচ্ছে তাদের। বুধবার সকালে সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, চাল কাটারিভোগ ও নাজিরশাইল প্রতিকেজি ৬০-৬৫ টাকা, বিআর ২৮ টাকা, চাল ৫০-৫৫ টাকা, মোটা চাল- ৪৫-৫০ টাকা, খোলা আটা ৩৫-৪০ টাকা, প্যাকেট আটা ৪৫ টাকা। সবজির বাজার ঘুরে দেখা যায় সবজির দামেও অনেক বেশি। ফুলকপি প্রতিকেজি- ৯০-১০০ টাকা, বাঁধাকপি ৭০-৭৫ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ১৬০ টাকা, গাজর ১৬০-১৮০ টাকা, টমেটো ১৪০-১৫০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, শশা- ৩০-৩৫ টাকা, কাঁচামরিচ- ১২০টাকা, পেঁপে- ২০ টাকা, আদা ১২০-১৪০ টাকা, আলু ২৫-৩০ টাকা, মিষ্টি কুমড়া-৩০-৪০ টাকা, করলা- ৮০-১০০ টাকা, পেঁয়াজ ৫০-৬০ টাকা, রসুন-১২০-১৪০ টাকা, কাঁচাকলা- ২৫-৩৫ টাকা, ঝিঙা- ৫০ টাকা, চাল কুমড়া ৩০-৪০ টাকা, লাউ ৩০-৫০টাকা। মুরগী ব্রয়লার ১৬০-১৬৫ টাকা, সোনালী ও কক ৩০০-৩২০ টাকা, গরুর মাংস- ৫৮০ টাকা ও খাসীর মাংস- ৮৮০-৯০০ টাকা। তেল প্রতি লিটার খোলা সোয়াবিন ১৫০ টাকা, বোতল ১৬০ টাকা, সরিষা খোলা- ২২০-২৫০ টাকা, বোতলজাত সরিষা-৩০০ টাকা। ডিম প্রতি ডজন- ৯৬-১০০ টাকা। মাছ প্রতিকেজি রুই- ২২০/২৫০ টাকা, কালবাউশ-২০০-২২০ টাকা, গুলশা- ৪০০-৫০০ টাকা, পাবদা-৩৫০-৪০০ টাকা, শিং ৩০০-৩২০ টাকা, বড় শৌল মাছ প্রতি কেজি- ৫৫০-৬০০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা কেজি, কৈ মাছ- ১৪০-১৬০ টাকা। পৌর শহরের মধ্যবাজারে বাজার করতে আসা ক্রেতারা অভিযোগ করে বলেন, আমাদের আয় না বাড়লেও প্রতিদিনই নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এমন অবস্থা তৈরি হয়েছে এভাবে দাম বাড়তে থাকলে না খেয়ে মরতে হবে। গুজিখাঁ গ্রামের খায়রুল ইসলামা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে স্ত্রী সন্তান নিয়ে এখন বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। কালীপুর মধ্যমতরফ মহল্লার বাসিন্দা কিবরিয়া জানান, সংসারের আয় বাড়েনি অথচ জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলছে। চাহিদা মতো এখন আর বাজার করা যায় না। আমাদের মতো সাধারণ মানুষের এখন না খেয়ে মরতে হবে। গৌরীপুর কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি জানান, উৎপাদিত পণ্য উপজেলার বাইরের বাজারে চলে যাওয়ায় দাম বেড়ে যায়। শীতকালীন সবজি বাজারে আসলে দাম কমবে। গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। মনিটরিং আরও বৃদ্ধি করা হবে। Share this:FacebookX Related posts: গৌরীপুরবাসীর উদ্দেশ্যে ওসি বোরহান উদ্দিন খান গৌরীপুরে জাতীয় ভোটার দিবস পালিত ধোবাউড়ায় খাবারে বিষ মিশিয়ে হাঁস মারার অভিযোগ গৌরীপুরে ট্রাকচাপায় নিহত তিথি পালের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ভালুকায় নির্মাণাধীন ছাদ ধ্বসে ৬ শ্রমিক আহত গৌরীপুরে কর্মহীন ও অসহায় পরিবহন শ্রমিকদের আর্থিক সহায়তা গৌরীপুর সহনাটী ইউনিয়নে এমপি’র ঈদ উপহার পেলো ১শ পরিবার চাঁদাবাজকে হাতেনাতে ধরে পুলিশে দিলেন উপজেলা চেয়ারম্যান তারাকান্দায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভালুকায় শহীদ মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা বৃদ্ধাসহ আহত-৫, থানায় মামলা গৌরীপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ১০২ জন দুঃস্থ পাচ্ছে পাকাঘর হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা SHARES Matched Content দেশের খবর বিষয়: উর্ধ্বোগতিতেগৌরীপুরবাসীরনাভিশ্বাসনিত্যপণ্যের