আত্রাইয়ে শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট বিষয়ে প্রশিক্ষন

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরী ও পাঠদান বিষয়ে তিন দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার আহসানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার ও নওগাঁ জেলা এমবাসেডর শিক্ষক নাজমুল হক। এ কর্মশালায় উপজেলার চল্লিশ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।