জর্দানের প্রথম নারী পাইলট প্রিন্সেস সালমা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০ আন্তর্জাতিক ডেস্কঃ জর্দানের প্রথম নারী পাইলট হিসেবে বিমান নিয়ে আকাশে উড়তে যাচ্ছেন দেশটির দ্বিতীয় রাজকন্যা সালমা বিনতে আবদুল্লাহ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।সূত্র বলছে, দেশটির রাজধানী আম্মানে পাইলট প্রশিক্ষণ শেষ করার পরে রাজকন্যা সালমা বিনতে আবদুল্লাহকে প্রথম নারী পাইলট হিসেবে সম্মানিত করেন দেশটির দ্বিতীয় রাজা আবদুল্লাহ।রয়েল হাশেমাইট কোর্টের এক বিবৃতিতে জানানো হয়, জর্দানের প্রথম নারী পাইলট হয়েছেন রাজকন্যা সালমা বিনতে আবদুল্লাহ। যিনি ২০১৮ সালে নভেম্বরে জর্দানের সশস্ত্র বাহিনীর সঙ্গে তাত্ত্বিক এবং ব্যবহারিক পাইলট প্রশিক্ষণ পরীক্ষায় সফল হয়েছেন। পরে ১৯ বছর বয়সী এই রাজকন্যাকে প্রথম নারী পাইলট হিসেবে স্বীকৃতি দেয়া হয়।রাজকন্যা সালমা যুক্তরাজ্য ভিত্তিক সামরিক একাডেমী থেকে স্নাতক প্রথম মহিলা। তার ফুফু রাজকুমারী আয়েশা বিনতে হুসেন ছিলেন প্রথম আরব মহিলা। যিনি সানহর্স্টে অংশ নিয়েছিলেন এবং ১৯৮৭ সালে স্নাতক হন। তার আরেক ফুফু রাজকুমারী ইমান ২০০৩ সালে স্নাতক হন। Share this:FacebookX Related posts: বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় করোনা শেষ হলেও স্কুলে ফেরা হবে না দুই কোটি নারী শিক্ষার্থীর: মালালা যুক্তরাজ্যে প্রথম ভ্যাকসিন নিলেন ৯০ বছর বয়সী নারী ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ৪১ জনের প্রাণহানি মালয়েশিয়ায় ‘বহু বাংলাদেশি টাকার অভাবে টিকিট করতে পারেনি’ প্রতিশোধ না নিতে ইরানকে যেসব প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ দিনে পাঁচগুণ চীনে নতুন করে করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যু আম্ফানের তাণ্ডবে ‘ধ্বংস হয়েছে’ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গেল নৌবাহিনীর ১৩৪ সদস্য শপথ নিলেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট টিকা রপ্তানিতে কড়াকড়ি আরোপ করছে ইইউ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: জর্দানের প্রথমনারীপাইলটপ্রিন্সেস সালমা