বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২১ নিজস্ব প্রতিবেদক ; সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্টে চাচি ও ভাতিজার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন।সোমবার রাতে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের বিলনাদো গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওয়ই গ্রামের দেছের আকন্দের ছেলে রফিকুল ইসলাম (৩০) ও তার চাচি মর্জিনা খাতুন (৫০)। মর্জিনা একই গ্রামের বাশি আকন্দের স্ত্রী। আহতরা হলেন- সোহাগ (২৫), ইয়াছিন (৩২) ও শহিদুল (৩৫)। মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল জানান, কয়েক দিন আগে দেছের আকন্দ ও বাশি আকন্দ বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন। পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বাড়িতে সংযোগ দিতে যায়। কিন্ত প্রতিবেশী আবুল কাশেম তার বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার নিতে বাধা দেওয়ায় বিদ্যুৎ অফিসের লোকজন চলে যায়। তিনি জানান, সন্ধ্যায় বিকল্প পথে বাড়িতে সংযোগ নিতে রফিক ও মর্জিনা সিমেন্টের খুঁটি মাটিতে পোঁতার সময় ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লাগে। এতে রফিক বিদ্যুৎস্পৃষ্ট হন। মর্জিনা তাকে উদ্ধারের জন্য তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের উদ্ধার করতে গিয়ে আরও তিন জন আহত হন। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিস বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ উদ্দিন খান বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আলু চাষ নওগাঁয় বিএসএফের গুলিতে ৩বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত গোদাগাড়ীর মাটিকাটা ইউপি চেয়ারম্যান তৌহিদ আর নেই মান্দায় ট্রাক্টরের ধাক্কায় এক নারীর মৃত্যু জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ আত্রাইয়ে যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গুরুদাসপুরে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু নওগাঁ পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন নির্মল কৃষ্ণ সাহা ক্রেতা না থাকায় লোকসানে রাজশাহীর আমচাষিরা রামেকের করোনা ইউনিটে আরও ১৭ জনের প্রাণহানী SHARES Matched Content দেশের খবর বিষয়: চাচি-ভাতিজার মৃত্যুবিদ্যুৎস্পৃষ্টে