হালুয়াঘাটে কৃষকের সাথে প্রতারণা, ১৫০ বস্তা ইট ও টাইসের গুড়া উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ ???????????????????????????????????? জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষকের সাথে প্রতারণা করে দীর্ঘদিন যাবত থাইলেন্ড থেকে আমদানীকৃত থাই জিপসারের নামকরণ করে প্রতারণার মাধ্যমে ইট ও টাইসের গুড়া মিশ্রিত করে বাজারজাত করে আসছেন উপজেলার আমতৈল ইউনিয়নের আমতৈল গ্রামের আব্দুল জলিলের পুত্র জিন্নাত আলী। গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে উপ-পুলিশ পরির্দশক মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে ধারা ইউনিয়নের আশ্রমপাড়া পুরাতন বাজারের মৃত বছির উদ্দিনের পুত্র আব্দুল হালিম এর ঘর ভাড়াটিয়া জিন্নাত আলীর গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৫০ বস্তা ইট ও টাইসের গুড়াসহ ৭০০ পিস থাই জিপসারের মোড়ক উদ্ধার করেন। প্রতিটি মোড়কের গায়ে লিখা রয়েছে নেট ওজন ১০ কেজি ,আমাদানীকারক ও বাজারজাতকারী শুভ এন্টাপ্রাইজ,মোহাম্মদপুর ,ঢাকা বাংলাদেশ। স্থানীয়রা জানায়, আব্দুল হালিমের নিকট থেকে প্রায় দুই বছর যাবত উক্ত গুদাম ঘরটি ভাড়া নেয় আমতৈল গ্রামের জিন্নাত আলী নামক এক ব্যক্তি। প্রত্যেকদিন গভীর রাতে উক্ত গুদাম থেকে কাভার্ড ভ্যান দিয়ে মালামাল আনা নেওয়া করা হত। থাই জিপসারের নামকরণ করে প্রতারণার মাধ্যমে ইট ও টাইসের গুড়া মিশ্রিত করে বাজারজাত করে কৃষকের সর্বনাশ করেছে উক্ত প্রতারক। সাধারণ কৃষকের ক্ষতি সাধন করে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের অর্থ। ঘটনার পর থেকে জিন্নাত আলী পলাতক রয়েছেন। তারা উক্ত প্রতারকের কঠিন শাস্তি দাবী করেন। চেষ্টা করেও প্রতারক গুদাম মালিক জিন্নাত আলী ও ঘর মালিকের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল সার ও কীটনাশক প্রস্ততকারী জিন্নাত আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ অভিযান পরিচালনা করে ৩০ কেজি ওজনের ১৫০ বস্তা ইট ও টাইসের গুড়াসহ ৭০০ পিস থাই জিপসারের মোড়ক উদ্ধার করেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে বলে জানান। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মূখে হাসির ঝিলিক হালুয়াঘাট কৃষি অফিসের ৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত,অফিস লকডাউন সিরাজদিখানে কিট নাশক বিষ ঢেলে ৬ একর আলু ক্ষেত নষ্ট হালুয়াঘাট পৌরশহরকে আলোকিত করেছেন মেয়র খায়রুল আলম ভূঞা ধান ক্রয়ে অনিয়ম সহ্য করা হবে না : খাদ্যমন্ত্রী গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র হালুয়াঘাট পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রশান্ত কুমার সাহা’র পরলোক গমন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ করোনায় আক্রান্ত-২ চিতলমারী স্বেচ্ছাশ্রমে ধান কাটছে ছাত্রলীগ স্বাস্থ্যবিধি মেনে গাইবান্ধা থেকে আত্রাইয়ে এলো ধান কাটা শ্রমিক আশার আলো দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের টমেটো চাষিরা রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে SHARES Matched Content কৃষি বিষয়: ১৫০ বস্তা ইটকৃষকের সাথে প্রতারণাটাইসের গুড়া উদ্ধারহালুয়াঘাট