হালুয়াঘাটে বিপিএল জুয়া খেলা অবস্থায় ১৩ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
????????????????????????????????????

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলা নিয়ে মোবাইল ফোনে নগদ টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩ জুয়াড়িকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করেছেন হালুয়াঘাট থানা পুলিশ।

জানা যায়, উপজেলার জুগলী ইউনিয়নের কালাপাগলা বাজারের চা দোকানদার হাসমত আলীর দোকানে বিপিএল খেলা নিয়ে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে বুধবার রাত আনুমানিক আট ঘটিকায় উপ-পুলিশ পরির্দশক জ্যোতিষ চন্দ্র দেব,শামছুদ্দোহা সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩ জুয়াড়িকে আটক করেন।

আটককৃত জুয়াড়িরা হলেন, কালাপাগলা গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র আলী ,জয়মঙ্গল গ্রামের রামজান আলীর পুত্র নায়েব আলী,মৃত হাসমত আলীর পুত্র খলিলুর রহমান,জুগলী উত্তর পাড়া গ্রামের মৃত মহব্বত আলীর পুত্র কহিনুর হোসেন, সালামের পুত্র ইলিয়াস মিয়া, আন্দারাগুপ গ্রামের আব্দুর রহিমের পুত্র আবু হানিফ,ভালুকাকুড়া গ্রামের সিরাজ মিয়ার পুত্র রাসেল মিয়া, আন্দাজ আলীর পুত্র কামরুল ইসলাম,মৃত মহর আলীর পুত্র গিয়াস উদ্দিন,মমতাজ আলীর পুত্র হাসমত আলী, শেরপুর জেলার নালিতাবাড়ি থানার সোহাগপুর গ্রামের আব্দুর রশিদ এর পুত্র উমর ফারুক ও খাদিমুল ইসলাম, দেবীপুর গ্রামের আমাত উল্লাহ এর পুত্র সাদ্দাম হোসেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলা নিয়ে মোবাইল ফোনে নগদ টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩ জুয়াড়িকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করা হয়। এ ঘটনায় আটককৃত জুয়াড়িদের বিরেুদ্ধে ১৮৬৭ সনের বঙ্গীয় জুয়া আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। বিপিএল জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।