হালুয়াঘাটে মাঠ পর্যায়ে কর্মরত বিদ্যুৎ কর্মীদের মাঝে রেইন কোট ও ছাতা বিতরণ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১
হালুয়াঘাটে মাঠ পর্যায়ে কর্মরত বিদ্যুৎ কর্মীদের মাঝে রেইন কোট ও ছাতা বিতরণ

জোটন চন্দ্র ঘোষ ,হালুয়াঘাট ঃ ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি-৩ হালুয়াঘাট জোনাল অফিসের মাঠ পর্যায়ে কর্মরত বিদ্যুৎ কর্মীদের মাঝে রেইন কোট ও ছাতা বিতরণ করা হয়েছে।

২৪ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে উপজেলা পরিষদের অর্থায়নে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি-৩ হালুয়াঘাট জোনাল অফিসের মাঠ পর্যায়ে কর্মরত বিদ্যুৎ কর্মীদের মাঝে রেইন কোট ও ছাতা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান, মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, আবাসিক প্রকৌশলী নিরাঞ্জন কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, সন্মানিত সদস্য মোঃ আব্দুর রহমান প্রমূখ।