জাতীয় শোক দিবসে যান চলাচলে যে নির্দেশনা দিয়েছে ডিএমপি প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ অনলাইন ডেস্ক: জাতীয় শোক (১৫ আগস্ট) দিবসে যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার সংবাদমাধ্যমে পাঠানো ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২-এর চারপাশের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়িচালক/ব্যবহারকারীদের ১৫ আগস্ট (রোববার) ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মিরপুর-গাবতলী থেকে আগত রাসেল স্কোয়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিকমিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ থেকে ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সায়েন্স ল্যাব হয়ে চলাচল করবে। নিউমার্কেট ও সায়েন্স ল্যাব থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যানবাহন ধানমন্ডি-২ নম্বর রোড থেকে বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে চলাচল করবে। রেইনবো-এফডিসি থেকে আসা রাসেল স্কোয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং থেকে বামে মোড় নিয়ে বাংলামটর দিয়ে শাহবাগ হয়ে চলাচল করবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ মেট্রো শপিংমল থেকে ডানে মোড় নিয়ে আহসানিয়া মিশন ক্রসিং থেকে বামে ৩২ নম্বরের পশ্চিম প্রান্তে পৌঁছাবে। ৩২ নম্বর ব্রিজের উত্তরের ১১ নম্বর রোডের উত্তর ও পশ্চিম প্রান্তে পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব/সচিব পদমর্যাদার সকল গাড়ি অবস্থান করবে। এছাড়া জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। সম্মানিত নাগরিকদের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি। সময় সংবাদ/ডি,এন Share this:FacebookX Related posts: ৩৫টি ট্রেনের সময়সূচি পরিবর্তন ২০১৯ সালে সড়কে ঝরেছে ৭৮৫৫ প্রাণ পাপিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত অপপ্রচার বন্ধে টিভি চ্যানেল মনিটরিংয়ের দায়িত্বে ১৫ কর্মকর্তা মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত সর্বোচ্চ মৃত্যু ঢাকার পর চট্টগ্রামে, সর্বনিম্ন ময়মনসিংহে জাতীয় শোক দিবস কাল ‘বিট কয়েন’ মূল প্রতারক গাজীপুরে গ্রেপ্তার শেষপর্যন্ত ভাঙাতেই হচ্ছে কমলাপুর স্টেশন জাতীয় কৃষি পুরস্কার পেলেন ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান হেলেনা-পরীমনিসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব SHARES Matched Content জাতীয় বিষয়: চলাচলেজাতীয়ডিএমপিদিবসেদিয়েছেযানযে নির্দেশনাশোক