পাঁচ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুটি টিকা প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১ ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ মিনিটের ব্যবধানে কোভিড-১৯ এর দুটি টিকা (সিনোফার্মা) এক বৃদ্ধাকে পুশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। জানা গেছে, ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসলে উপজেলার ভুট্টা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী খোদেজা আক্তারকে দুটি টিকা পুশ করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোদেজা আক্তার জানান, প্রথমে একটি টিকা নেওয়ার পর আমি বসেছিলাম, শরীর দুর্বল তাই উঠতে পারছিলাম না। এরই মধ্যে আরেকটি টিকা দেওয়া হয়। খোদেজা আক্তারের জামাতা আ. বারেক জানান, দুটি টিকা নেওয়ার পর শরীরের প্রচণ্ড কাঁপুনি ধরে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহীন জানান, মানুষের প্রচণ্ড ভিড়ের কারণে এমন একটা ঘটনা ঘটে গেছে। তবে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি। এদিকে অসংখ্য মানুষ টিকা নিতে এসে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানায়, আপাতত টিকার মজুদ নেই। সময় সংবাদ/ডি,এন Share this:FacebookX Related posts: গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা ধোবাউড়ায় সমস্যায় জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালে ৪০ লাখ টাকা মুল্যের এম্বুলেন্স ময়মনসিংহে ৭টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেকে ২৫ লক্ষ টাকা জরিমানা ময়মনসিংহে র্যাব-১৪’র অভিযানে এনেক্স ল্যাবরেটরীজ সিলগালা, ২ জনের কারাদন্ড নাকুগাঁও স্থলবন্দর: কেবল জিজ্ঞাসাবাদেই চলছে করোনাভাইরাস পরীক্ষা! ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স: পোস্টিং আছে ডাক্তার নেই! হালুয়াঘাটে মা ও শিশু স্বাস্থ্য সেবায় সকলের আস্থা জয়রামকুড়া হাসপাতাল ময়মনসিংহে হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ করোনায় আক্রান্ত-২ হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত বেগম রোকেয়া দিবসে গৌরীপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা SHARES Matched Content দেশের খবর বিষয়: টিকাদুটিপাঁচবৃদ্ধাকেব্যবধানেমিনিটের