নয়াবিল উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার সেট চুরি, আটক ২ প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ শেরপুর প্রতিনিধি:: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার সেট চুরি করে চোরাই মালামালসহ ধরা পড়েছে খোরশেদ আলম ও বাদল নামে দুই চোর। বুধবার (১১ আগস্ট) ভোররাতে চুরি করে নিয়ে যাওয়ার পর এলাকাবাসীর সন্দেহ হলে মালামালসহ আটক করে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বুঝিয়ে দেয় তারা। পরে খবর পেয়ে থানা পুলিশ তাদের আটক করে। এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোররাতে পার্শ্ববর্তী মানুপাড়া গ্রামের খোরশেদ আলম ও বাদল নয়াবিল উচ্চ বিদ্যালয়ের কলাপসিবল গেইট এর তালা এবং কম্পিউটারল্যাব কক্ষের তালা দুটি ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে একটি পিসি, দুইটি মনিটর, দুইটি কি-বোর্ড, একটি মাউসসহ বেশ কিছ মাল্টিপ্লাগ ও ক্যাবল চুরি করে বস্তাবন্দি করে নিয়ে যায়। বিদ্যালয়ের নৈশ প্রহরী কাউকে না জানিয়ে রাতে অনুপস্থিত থাকায় কেউ টের পায়নি। কিন্তু ভোররাতে বস্তাভর্তি কিছ নিতে দেখে মানুপাড়া গ্রামের দুই তিন যুবক। পরে চোরদের ফলো করে বাড়ি পর্যন্ত গিয়ে চ্যালেঞ্জ করলে ঘটনা প্রকাশ পায়।এমতাবস্থায় তাদের আটকে রেখে স্কুল কর্তৃপক্ষকে খবর দেয় এবং সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এনে বেঁধে রাখা হয়। খবর পেয়ে চোরাই মালামালসহ অভিযুক্ত দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মনি কুমার সাহা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নয়াবিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিএসসি ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। ডি,এন Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে সড়ক দুঘর্টনায় নিহত ১ আটক -২ ময়মনসিংহে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের সদস্য আটক পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ: যুবকের দুই বছরের কারাদনণ্ড, একজন বহিস্কার হালুয়াঘাটে সৎ পিতা কর্তৃক শিশুপুত্র অপহরণ,মায়ের নিকট মুক্তিপণ দাবি আটক-২ ঝিনাইগাতিতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইম দলের সদস্য গ্রেফতার ময়মনসিংহে ৩ কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে টিসিবি’র ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার আটক-২ ময়মনসিংহে বিদেশী পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার-১ ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র উদ্বার আটক-৭ ময়মনসিংহের ডিবি’র অভিযানে গাঁজা ব্যবসায়ী চাঁন মিয়া গ্রেফতার! গৌরিপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এক সক্রিয় সদস্য আটক তারাকান্দায় ৩ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ২আটকউচ্চকম্পিউটারচুরি!নয়াবিলবিদ্যালয়েরসেট