চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ইসলামী কালচার নূরানী একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা শহরের শিবতলা মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ আল-কুরআন ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী নয়ন।

অভিযাত্রী শিল্পী গোষ্ঠীর পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিবতলা জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে নূরানী একাডেমীর শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ৬টি বিভাগে শান্তনা পুরস্কারসহ সর্বমোট ৮০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল- ক্বেরাত, আজান, ইসলামী গান, উপস্থিত বক্তব্য, হেফজুল কোরআন ও ইসলামী কুইজ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।