বাল্য বিবাহকে না জানালেন নাগরপুরের শিক্ষার্থীরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এক অনুষ্ঠানের মাধ্যমে বাল্য বিবাহকে না জানালেন। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ও নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্য বিবাহ বন্ধ ও নিরসনের লক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা চত্ত্বর বাল্য বিবাহ বন্ধ ও নিরসনের লক্ষে বিতর্ক প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে বাল্য বিবাহকে না করেন শিক্ষার্থীরা। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইলের স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার মো. আমান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার ওসি তদন্ত মো.গোলাম মোস্তফা মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সালামা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করা হয়। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: নাগরপুরে দুইটি প্রাথমিক বিদ্যালয় ও ১টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন নাগরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত নাগরপুরে শেখ হাসিনা সেতুতে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা নাগরপুরে ইয়াবাসহ নারী গ্রেফতার নাগরপুর সদর বাজারে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে মুকসুদপুরে খাদ্যসামগ্রী বিতরণ ধামরাইয়ে ১০ টাকা কেজি চাল ও টিসিবির পণ্য বিক্রি শুরু রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস মানিকগঞ্জে মাদক কারবারির কারাদন্ড SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: না জানালেননাগরপুরবাল্য বিবাহশিক্ষার্থীরা