সংসদের শীতকালীন অধিবেশন শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সোয়া ৪টায় শুরু হয় অধিবেশন, চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বিশ্ব ইজতেমার জন্য ১২ জানুয়ারি সংসদ মুলতবি থাকবে। এটি চলতি সংসদের ষষ্ঠ ও বছরের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী আজ রাষ্ট্রপতি কিছুক্ষণ ভাষণ দেবেন। এ অধিবেশনেও তিনি সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ভাষণ দেবেন। সংসদের রেওয়াজ অনুযায়ী, সংসদের কোনো সদস্য (এমপি) যদি মারা যান, তাহলে শোক প্রস্তাব শেষে অধিবেশন মুলতবি করা হয়। সে অনুযায়ী গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে অধিবেশনে শোক প্রস্তাব রাখা হয়েছে। এখন তার জীবনীর ওপর আলোচনা চলছে। শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন কিছুক্ষণ মুলতবি রাখা হবে। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারের এক বছরের কর্মকাণ্ড তুলে ধরে ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংসদ সচিবালয়। ফুল ও বিভিন্ন পাতাবাহার গাছ দিয়ে সাজানো হয়েছে সংসদের ভেতর। ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন হয়েছে। সংসদ সচিবালয়ও ভাষণের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে সংসদ ভবনের রাষ্ট্রপতির দফতর ও অধিবেশন কক্ষ সাজানোর পাশাপাশি সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের পর ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু। চলতি সংসদের দ্বিতীয় বছরের প্রথম অধিবেশন ১৮ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। সে অধিবেশনে বিভিন্ন দেশের স্পিকারসহ এমপিরা অংশ নেবেন। Share this:FacebookX Related posts: ‘মুজিববর্ষ’ উদযাপনে ২২-২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন সংসদ লেকে ভাসানো হলো বাংলার ঐতিহ্যের ২ নৌকা সংসদ এলাকায় মিছিল-সমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা সংসদ অধিবেশন শুরু ভারতে আটকেপড়া বাংলাদেশিদের উদ্দেশে প্রতিমন্ত্রীর পরামর্শ দেশে সূর্যগ্রহণ চলছে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে মামলা নয় জাতীয় প্রেস ক্লাব নির্বাচন: ফরিদা-ফারুক প্যানেলকে ভোট দিতে সম্পাদক ফোরামের আহ্বান দক্ষিণ এশিয়ায় করোনা মোকাবেলায় শীর্ষে বাংলাদেশ মিজোরামে পার্বত্যাঞ্চলের সন্ত্রাসীদের আস্তানা নিয়ে বিজিবির উদ্বেগ আমরা নিরাপদ খাদ্য চাই, খাদ্যে ভেজালকারীর শাস্তি চাই মুজিববর্ষে ঢাকায় আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি SHARES Matched Content জাতীয় বিষয়: শীতকালীন অধিবেশনসংসদ