‘মুজিববর্ষ’ উদযাপনে ২২-২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন বসবে। আর ১৯ মার্চ শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে মুজিববর্ষের অনুষ্ঠান শুরু করবে জাতীয় সংসদ। ২২ মার্চ এ অধিবেশন শুরুর আগে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সংসদ সদস্যরা। এরপর সংসদের বিশেষ এ অধিবেশনে যোগ দেবেন তারা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’র ষষ্ঠ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে নেয়া অন্য সিদ্ধান্তগুলো হুলো- চলমান ষষ্ঠ অধিবেশন আগামী ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে। প্রতি শুক্র ও শনিবার অধিবেশন মুলতবি থাকবে। বিশ্ব ইজতেমার মোনাজাতের জন্য ১২ জানুয়ারিও মুলতবি থাকবে। তবে প্রয়োজনে সময় পরিবর্তন করতে পারবেন স্পিকার। বৈঠকে জানানো হয়, ষষ্ঠ অধিবেশনে চারটি সরকারি বিলের নোটিশ রয়েছে। তিনটি অনিষ্পন্ন সরকারি বিলও আছে। মোট সাতটি সরকারি বিলের মধ্যে একটি সরকারি বিল পাশের অপেক্ষায়, দুটি কমিটিতে পরীক্ষাধীন এবং চারটি উত্থাপনের অপেক্ষায় রয়েছে। বেসরকারি সদস্যদের নিকট থেকে কোনো বিলের নোটিশ পাওয়া যায়নি। পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন দুটি বেসরকারি বিল রয়েছে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮৯টি প্রশ্ন ও মন্ত্রীদের জন্য ২২৭৩টি প্রশ্নসহ প্রাপ্ত মোট প্রশ্নের সংখ্যা ২৩৬২টি। কমিটির সভাপতি সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ এবং নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশ নেন। Share this:FacebookX Related posts: সংসদের শীতকালীন অধিবেশন শুরু সংসদ লেকে ভাসানো হলো বাংলার ঐতিহ্যের ২ নৌকা সংসদ এলাকায় মিছিল-সমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা সংসদ অধিবেশন শুরু ঢাকা সিটি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে: সিইসি আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার নতুন আইজিপি বেনজীর আহমেদ সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে SHARES Matched Content জাতীয় বিষয়: বিশেষ অধিবেশনমুজিববর্ষ উদযাপনসংসদ