ইউপি নির্বাচন স্থগিত, দায়িত্বে থাকছেন যারা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন বর্তমান নির্বাচিত চেয়ারম্যানরা। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে জনসমাগম এড়াতে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন স্থগিত করা হয়েছে। এ কারণে মেয়াদোত্তীর্ণ এবং শিগগিরই মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক বিদ্যমান ইউনিয়ন পরিষদগুলোকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওযা হলো। উল্লেখ্য, গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গত ১১ এপ্রিল এসব ইউপিতে ভোট হয়নি। পরে ২১ জুন ২০৪টি ইউপিতে ভোট হয়। তবে সীমান্ত এলাকার ১৬৭টি ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়। Share this:FacebookX Related posts: ঢাকা দক্ষিণে সাত মেয়র প্রার্থীই বৈধ গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০ আসনের উপনির্বাচন ২১ মার্চ চট্টগ্রাম সিটি-যশোর-বগুড়ায় ভোট ২৯ মার্চ পাবনা-৪ সংসদীয় আসন শূন্য ঘোষণা মোহাম্মদ নাসিমের আসন শূন্য ঘোষণা ৩টি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের ইভিএম এ কারচুপির সুযোগ নাই, আস্থা রাখুন : সিইসি ৬২ পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন যারা ৪টি আসনে উপনির্বাচন জুলাইয়ে, তফসিল ২৪ মে ইউপি ও পৌরসভার ভোট স্থগিত, পেছাল তিন উপ-নির্বাচন তিন শূন্য আসনে ভোটগ্রহণ ২৮ জুলাই SHARES Matched Content জাতীয় বিষয়: ইউপি নির্বাচন স্থগিতদায়িত্বে থাকছেন যারা