মুজিববর্ষকে স্বাগত জানালেন ব্রিটিশ হাইকমিশনার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ স্টাফ রিপোর্টার : সরকার ঘোষিত মুজিববর্ষকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। একই সঙ্গে, সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন থেকে ভিডিও বার্তায় মুজিববর্ষকে স্বাগত জানানোর পাশপাশি পাকিস্তান থেকে মুক্তির পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুর লন্ডন সফর স্মরণ করেন ব্রিটিশ হাইকমিশনার। ভিডিও বার্তায় রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার হিসেবে আমি ইউকে-বাংলাদেশ বন্ধুত্বের একটি ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করে মুজিববর্ষকে স্বাগত জানাচ্ছি।’ এরপর ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসার পথে যুক্তরাজ্য সফর করেছিলেন। ৮ জানুয়ারি রাতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার অ্যাডওয়ার্ড হিথের সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বৈঠক করেছিলেন। লন্ডনে বঙ্গবন্ধুর এ সফর যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের বন্ধুত্ব ও অংশীদারত্বের ভিত্তি।’ ব্রিটিশ হাইকিমশনার বলেন, ‘বঙ্গবন্ধুর লন্ডন সফরের দুদিন পর ব্রিটিশ রয়েল এয়ারফোর্সের একটি বিমানে বঙ্গবন্ধু ঢাকায় আসেন। তখন মানুষ অধীর আগ্রহে বঙ্গবন্ধুর জন্য অপেক্ষা করছিলেন।’ ডিকসন বলেন, ‘আমি আনন্দিত আগামী ১০ জানুয়ারি মুজিববর্ষ উদ্বোধন করতে ঐতিহাসিক সেই ঘটনা পুনরায় প্রণয়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আমি এ পুনঃপ্রণয়ন দেখার প্রত্যাশা করছি।’ Share this:FacebookX Related posts: বিদেশে বাংলাদেশের সব মিশনকে মুজিববর্ষ পালনের নির্দেশ মুজিববর্ষের ক্ষণগণনা শুরু মুজিববর্ষ,৫ জুন বিতরণ করা হবে এক কোটি গাছের চারা যুদ্ধাপরাধী আবদুস সুবহান মারা গেছেন খালেদা জিয়া প্যারোলের আবেদন করলে বিবেচনা করা হবে-তথ্যমন্ত্রী আরো দুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঝুলন্ত তার ভূগর্ভে নেয়ার উদ্যোগ ডিএনসিসির ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের : প্রধানমন্ত্রী ‘শিশুদের ভবিষ্যত রচনায় কাজ করে যাচ্ছে সরকার’ অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের করোনা আক্রান্তের ঝুঁকি ১৪ গুণ বেশী প্রথম ধাপে টিকা পাবেন ৮ দশমিক ৬৮ শংতাশ মানুষ ‘বিট কয়েন’ মূল প্রতারক গাজীপুরে গ্রেপ্তার SHARES Matched Content জাতীয় বিষয়: ব্রিটিশ হাইকমিশনারমুজিববর্ষস্বাগত জানালেন