বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম চেয়ারম্যান আর নেই

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর আ’লীগের উপদেষ্টা, তুরাগ থানা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক হরিরামপুর ইউনিয়ন পরিষদের টানা ২২ বছরের চেয়ারম্যান আবুল হাসেম আর নেই (ইন্না…রাজিউন)।

মঙ্গলবার দুপুর ২টা ২৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনীসহ অগণিত ভক্ত সমর্থকও রেখে গেছেন।

রাত ৯টা ১৫ মিনিটে তুরাগের নয়ানগর মাদ্রাসা প্রাঙ্গণে আবুল হাসেমের জানাযা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গলব্লাডার জনিত ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।

রাজনীতির ময়দানে বৃহত্তর উত্তরায় আওয়ামী লীগের অন্যতম সংগঠক ছিলেন আবুল হাসেম।

আবুল হোসেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।