ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে মার্কিন হামলায় জেনারেল কাশেম সোলাইমানির নিহত হওয়ার পর ‘চরম প্রতিশোধের’ হুমকি দিয়েছিল ইরান। এ নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যে স্থানীয় সময় বুধবার মধ্যরাতে মার্কিন দূতাবাসের কাছে দুইটি রকেট হামলা হয়েছে।সিএনএনের খবরে বলা হয়, বাগদাদে অবস্থানরত সিএনএন দল গ্রিন জোনের ভেতর থেকে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। তবে কোথা থেকে রকেটগুলো চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, বুধবার গভীর রাতে দুটি রকেট ইরাকের রাজধানীর গ্রিন জোনে এসে বিস্ফোরিত হয়। মূলত ওই এলাকাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত।ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে তেহরানের হামলার ঠিক একদিনের মাথায় এ হামলার ঘটনা ঘটেছে। যদিও এ হামলা কারা করেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।ইরাকি যৌথ সামরিক কমান্ড সিএনএনকে জানিয়েছে, দুটি কাতিউশা রকেট বাগদাদের গ্রিন জোনের অভ্যন্তরে এসে পড়েছিল। হতাহতের কোনো খবর নেই।ইরাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা কার্যালয় থেকে বলা হয়েছে, যে দুটি রকেট বাগদাদের আন্তর্জাতিক এলাকায় পড়েছে, যেখানে ন্যাটো বাহিনী রয়েছে। বাগদাদের গ্রিন জোনের দক্ষিণ অংশে টাইগ্রিস নদীর পাশেই মার্কিন দূতাবাসের অবস্থান।