গলাচিপায় রুহুল হত্যা মামলায় গ্রেপ্তার ৬ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপায় রুহুল আমিন মীর হত্যার ঘটনায় রুহুলের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে মিরাজ মীর ও তার বাবা জসিম মীরকে প্রধান আসামি করে ৫২ জনের নামে গলাচিপা থানায় শনিবার একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি জসিম বাদী নাজমুন নাহারের সম্পর্কে চাচাতো ভাসুর হন। এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার গোপনীয়তার স্বার্থে অনেক তথ্য দিতেই অপরাগতা স্বীকার করছে পুলিশ। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, রুহুল আমিন মীরকে চাচাতো ভাইয়ের ছেলে মিরাজ ও চাচাতো ভাই জসিম মীরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী গতকাল শুক্রবার উপজেলার পাড় ডাকুয়া ব্রিজ বাজারে রুহুলের ওপর হামলা চালায়। এতে তাকে গুরুতর আহত অবস্থায় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রুহুলের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে শনিবার গলাচিপা থানায় হত্যার সাথে জড়িত মিরাজ মীর ও তার বাবা জসিম মীরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাড় ডাকুয়ার বদরুল ইসলাম খানের ছেলে সিফাত খান (২৬), গলাচিপা পৌর এলাকার শ্যামলীবাগের মো. কালাম হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২২), মো. মিজানুর রহমানের ছেলে ইমরান হাওলাদার (২৩), আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে মাহমুদ শাকিল (২৩), নতুন বাজার এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. শহিদুজ্জামান ইমন (২১) ও শ্যামলীবাগ এলাকার মন্নান হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা গলাচিপা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের চিহ্নিত ‘কিশোর গ্যাং এর সদস্য হিসেবে পরিচিত’। গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, এর সাথে জড়িত একটি সংঘবদ্ধ সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী রয়েছে। এরা দীর্ঘদিন ধরে উপজেলা ও উপজেলার বাইরে জমিজমার বিরোধীয় এলাকায় ভাড়াটে লাঠিয়াল হিসেবে গিয়ে সন্ত্রাসী কর্মকা- চালায়। গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, নিহত রুহুলের লাশ ময়না তদন্তের পর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। Share this:FacebookX Related posts: গলাচিপায় মানব পাচারকারী চক্রের সদস্য আটক প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার মেয়েকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ, প্রধান আসামি আটক মির্জাগঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবক আটক বরিশালে ভুয়া ডাক্তার-মাদক ব্যবসায়ীসহ আটক চার আগৈলঝাড়ায় দেশীয় অস্ত্র-ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার ইয়াবাসহ দুই নারী আটক দাদি-নাতির পরকীয়ার জেরে স্বামীকে হত্যা অতপর… কাউখালীতে ৫০ মণ জাটকা জব্দ গলাচিপায় স্বামীর হাতে স্ত্রী খুন গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক SHARES Matched Content অপরাধ বিষয়: গলাচিপায়গ্রেপ্তার ৬রুহুলহত্যা মামলায়