ভারতে সংক্রমণ ছাড়াল ৩ কোটি

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন কোটি ২৮ হাজার ৭০৯ জনে। খবর এনডিটিভির।

বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৮৪৮। মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ২৮ হাজার ৭০৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে এক হাজার ৩৫৮ জনের। এখন পর্যন্ত মোট তিন লাখ ৯০ হাজার ৬৬০ জন করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে।

বিশ্বের দ্বিতীয় দেশে হিসেবে ভারতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই এই সংখ্যা ছাড়িয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমতে দেখা গেছে। মঙ্গল এবং বুধবার তা তিন শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিক ভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লাখের নিচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন।

দৈনিক সুস্থতার সংখ্যাও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৬৮ হাজার ৮১৭ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থতার সংখ্যা দুই কোটি ৮৯ লাখের বেশি।

গত ২১ জুন ভ্যাকসিনে প্রদানের ক্ষেত্রে রেকর্ড গড়েছে ভারত। একদিনেই ৮৮ লাখ নয় হাজার মানুষকে ভ্যাকসিনের এক ডোজ দেয়া হয়েছে। অপরদিকে মঙ্গলবার ভ্যাকসিন দেয়া হয়েছে ৫৩ লাখের বেশি মানুষকে।

এখন পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সংক্রমণেও শীর্ষ অবস্থানে রয়েছে ওই রাজ্য। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা আট হাজার ৪৭০। একই সময়ে মারা গেছে ১৮৮ জন। ওই রাজ্যে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৮৭ হাজার ৫২১। অপরদিকে মারা গেছেন এক লাখ ১৮ হাজার ৭৯৫ জন।