কুর্মিটোলা এলাকা থেকে ৭৬টি অস্থায়ী ঘর উচ্ছেদ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ নিউজ ডেস্কঃ বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা থেকে কুড়িল পর্যন্ত রেললাইনের আশপাশের এলাকা থেকে ৭৬টি অস্থায়ী ঘর উচ্ছেদ করেছে র্যাব।র্যাব সূত্র জানায়, গতকাল সন্ধ্যার কিছু আগে অভিযান শুরু হয়। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে দখলদার কাউকে আটক করা যায়নি, এর আগেই পালিয়ে যান তারা।সূত্র আরো জানায়, যারা দীর্ঘদিন ধরে অপরাধের এমন ক্ষেত্র তৈরি করেছেন তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রেললাইনে পড়ে থাকা পরিত্যক্ত বগিগুলো সরিয়ে নিতে রেলওয়ে কর্তৃপক্ষকে জানাবে র্যাব।এর আগে বুধবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম জানান, রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনার পরিপেক্ষিতে বুধবার সন্ধ্যার মধ্যেই শেওড়া রেললাইন এবং ওই এলাকার রাস্তার দুপাশে উচ্ছেদ অভিযান চালানো হবে। Share this:FacebookX Related posts: বায়তুল মোকাররম থেকে ইশরাকের প্রচারণা শুরু বুধবার থেকে ২২ দিন ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ আজ থেকে ২২ দিন ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ প্রধানমন্ত্রীর নির্দেশে ঘর পাচ্ছেন সেই ‘রুবি পাগলি’ কবে থেকে বাড়বে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস তীব্র বাতাসে বাংলাদেশের দিকে নিম্নচাপ, মোংলা থেকে ৫৬০ কিমি দূরে সম্মিলিত প্রচেষ্টাই দেশ থেকে চিরতরে দারিদ্র্য দূর করতে পারে গৃহহীনদের ঘর দিতে ৬৪৩ কোটি টাকা চায় আশ্রয়ণ-২ প্রকল্প ২০২২ সাল থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলবে : সেতুমন্ত্রী প্রতি উপজেলা থেকে বছরে ১ হাজার কর্মী বিদেশ পাঠানোর কাজ চলছে ১৮ ফেব্রুয়ারি থেকে নেপাল যাবে বিমান শাহজালাল বিমানবন্দর থেকে ৬ কেজি সোনা জব্দ SHARES Matched Content জাতীয় বিষয়: ৭৬টিঅস্থায়ীউচ্ছেদকুর্মিটোলা এলাকাঘরথেকে