নতুন বছরও শতাধিক ডেঙ্গু রোগী

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

নিউজ ডেস্কঃ ভয়াবহতা না থাকলেও ডেঙ্গু আক্রান্তের হিসেব বন্ধ হয়নি। নতুন বছরেও চলছে আক্রান্তের হার।চলতি মাসের গত নয়দিনে ১১২ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আরো ৫১ জন রাজধানী সহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, হাসপাতালে থাকা ৫১ জনের মধ্যে ৪০ জন রাজধানীর সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি ১১ জন দেশের বিভিন্ন বিভাগে ভর্তি রয়েছেন।গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ১০ জন ঢাকায় এবং বাইরে আরো ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।তবে চলতি বছরে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।