পেটের ভেতরে ইয়াবা পাচার আটক ১

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

অনলাইন ডেস্ক : পেটের ভেতরে করে ইয়াবা পাচারের অভিযোগে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে এক যুবককে আটক করেছে র‍্যাব।বৃহস্পতিবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানান।

আটককৃত মো. শহিদুল ইসলাম (৩৬) পেশাদার মাদক ব্যবসায়ী।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, বুধবার র‍্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে পরিচালনা করে পেটের ভেতর ১২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলামকে আটক করা হয়।

তিনি বলেন, এ সময় তার নিকট থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে তিনি জানান, বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।