আমি বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে : মালালা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জুন ৬, ২০২১ আন্তর্জাতিক ডেস্ক : সবচেয়ে কম বয়সী নোবেল শান্তি পুরস্কারজয়ী পাকি’স্তানের মালালা ইউসুফজাই। মাত্র ১৪ বছর বয়সে তিনি তালেবানদের হাতে গু’লিবি’দ্ধ হন। সেই থেকেই তিনি বিশ্ববাসীর কাছে পরিচিত। ফ্যাশন ও লাইফস্টাইল বি’ষয়ক বিখ্যাত ‘ভোগ’ পত্রিকার জুন সংখ্যায় তাকে এবার প্রচ্ছদে স্থান দেওয়া হয়েছে। মালালার একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। তার ওই সাক্ষাৎকার নিয়েই নেট দুনিয়া সরগরম। সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মালালা যা বলেছেন, তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমনকি, কেউ কেউ সেই মতকে ‘ইসলামবিরোধী’ বলেও মন্তব্য করেছেন। বিয়ে প্রসঙ্গে ঠিক কী বলেছিলেন মালালা? ২৩ বছরের এই তরুণী বিয়ে প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি একটা ব্যাপার বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে? জীবনসঙ্গীকে বেছে নিতে হলে, কাগজে সই করার দরকার কী? এটা একটা পার্টনার’শিপও তো ‘হতে পারে। ’ মালালার এমন মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। একদিকে অনেকে এই মতটির সমালোচনা করেছেন। পাশাপাশি বিয়ের মতো একটি সামাজিক প্রথাকে নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করার জন্য মালালার প্রশংসাও করেছেন অনেকে। আরও অনেক বি’ষয় নিয়েই খোলা মনে নিজের মনের কথা জানিয়েছেন মালালা। এর মধ্যে রয়েছে হিজাব পরার প্রসঙ্গও। যে বি’ষয়ে মালালা বলেন, ‘এটা আমা’দের সংস্কৃতিক প্রতীক। এই পোশাক বুঝিয়ে দেয়, আমি কোথা থেকে এসেছি। আমরা মুসলিম মেয়েরা, পাকি’স্তানি মেয়েরা কিংবা পাখতুনের মেয়েরা এটাকে আমা’দের পরম্পরা বলেই মানি। Share this:FacebookX Related posts: করোনা শেষ হলেও স্কুলে ফেরা হবে না দুই কোটি নারী শিক্ষার্থীর: মালালা বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু মহামারির ‘গতি বাড়ছে’ মাত্র ১৫ মিনিটেই হবে করোনা শনাক্ত আন্তর্জাতিক ফ্লাইট চালু ১৬ জুন বাংলাদেশের বিজয়ের খবর ফলাও প্রচার পায় মার্কিন গণমাধ্যমে মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ সৌদি প্রবেশে ২০ দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা গণতন্ত্র সূচকে ৪ ধাপ এগোল বাংলাদেশ পাকিস্তান-ইন্দোনেশিয়ার ওমরাহ ফ্লাইট ফের স্থগিত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আমি বুঝতে পারি নাকেন সবাই বিয়ে করেমালালা