সিদ্ধিরগঞ্জে ৪ পরিবহন চাঁদাবাজ আটক

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুন ১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চার চাঁদাবাজকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার মো. জসিম উদ্দীন চৌধুরী।

আটককৃতরা হলেন- মো. আব্দুল হামিদ (৭০), মো. মজিবর রহমান (৭৭), মো. বাদল শেখ (৫৮) ও মো. জসীম উদ্দিন (৫২)।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, রোববার বেলা সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাগপাড়া এলাকায় জ্বালানী তেলবাহী ট্যাংকলরী থামিয়ে চাঁদা আদায়কালে চার জনকে নগদ টাকা ও মোবাইলসহ হাতে-নাতে আটক করে র‍্যাব-১১ এর একটি দল। এ সময় তাদের নিকট থেকে চাঁদাবাজির নগদ ১৫ হাজার ১৩০ টাকা ও নামে-বেনামে বিভিন্ন সমিতির ছয় টি চাঁদা আদায়ের রশিদ বহি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, শ্রমিক ফেডারেশন, শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নামে গাড়ি প্রতি ৭০ টাকা চাঁদা উঠানোর নিয়ম থাকলেও এ চাঁদাবাজ চক্রটি নামে-বেনামে বিভিন্ন সমিতি ও মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে ছয়টি টোকেন প্রদর্শন করে অতিরিক্ত ৫০ টাকা থেকে ৭০ টাকাসহ প্রতি ট্যাংকলরী হতে ১২০ থেকে ১৪০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছে।

কয়েকজন ভুক্তভোগী ট্যাংকলরী চালকের অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১১ এর সদস্যরা এ ঘটনার অনুসন্ধান করে তার সত্যতা পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।