সরকারি কর্মকর্তাদের ১৫০ দিনের বেশি ওএসডি নয় : হাইকোর্ট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ স্টাফ রিপোর্টার : কোনো সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি সময় ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা যাবে না বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে মন্ত্রিসভা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করার জন্য বলা হয়েছে। ওই কমিটিকে আদেশের কপি হাতে পাওয়ার পর থেকে ১৫০ দিনের বেশি ওএসডি আছেন এমন কর্মকর্তাদের স্বপদে বহাল করতে হবে। এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানান, যারা ১৫০ দিনের চেয়ে বেশি সময় ধরে ওএসডি আছেন তাদেরকে স্বপদে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন আদালত। তিনি আরও বলেন, এজন্য গঠিত কমিটিকে রায়ের অনুলিপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে ওএসডি কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে জানাতে হবে। Share this:TwitterFacebook Related posts: বনাঞ্চলে শিপইয়ার্ড স্থাপন অবৈধ, হাইকোর্টের রায় পিলখানা ট্র্যাজেডি : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিসিএসে প্রবেশের বয়সসীমা ৩২ কেন নয় : হাইকোর্ট সুদহার ৯ শতাংশ নির্ধারণ কেন অবৈধ নয় : হাইকোর্ট কুড়িগ্রামের সাংবাদিককে সাজা: ৫ তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট ৩৪ ও ৩৫তম বিসিএস: ২৮ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের নির্দেশ মাজেদের সঙ্গে সাক্ষাৎ করতে স্বজনরা কারাগারে, ১০ জল্লাদ প্রস্তুত উত্তরায় নকল এন-৯৫ মাস্কের সন্ধান বিনামূল্যে করোনা পরীক্ষা চেয়ে লিগ্যাল নোটিশ ‘সীমিত পরিসরে খুলবে সরকারি অফিস-আদালত’ গ্রাহকের অজান্তে কল রেকর্ড সংগ্রহ বন্ধে হাইকোর্টের অভিমত ইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র্যাব ডিজি SHARES Matched Content আইন আদালত বিষয়: ১৫০ দিনের বেশি ওএসডি নয়সরকারি কর্মকর্তাহাইকোর্ট