করোনা সংক্রমণ রোধে নিয়ামতপুরে সতর্কতা জারী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় নওগাঁর নিয়ামতপুরে সতর্কতা জারী করা হয়েছে।মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারী করা হয়। আজাদের মোড়, খড়িবাড়ীর জোনাকী, ধানসুরা এবং শিবপুর এলাকায় চেকপোষ্ট বসানো হয়েছে। চেকপোষ্টে দায়িত্বরত এসআই দর্শন হোসেন জানান, সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারীয়া পেরেরা জানান, ব্যারিকেড দেওয়া আছে। আজাদের মোড়ে চেকপোষ্ট বসানো হয়েছে। যাতে নাচোল থেকে কেউ আসতে না পারে। মঙ্গলবার গণবিজ্ঞপ্তিতে সতর্কতা জারী করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন চলাকালে ওই এলাকার কোন জনসাধারণ এবং গণপরিবহন এ উপজেলায় প্রবেশ বা গমন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পণ্যবাহী পরিবহন ছাড় দেওয়া হচ্ছে এবং বিশেষ কোন কারণে কোন ব্যক্তি এ উপজেলায় এলে তিনি র্যাপিড এন্টিজেন টেস্ট সনদ দেখাতে পারলে তাকে আসতে দেওয়া হচ্ছে। তিনি জানান, জনগণ যদি দায়িত্ব পালন না করে শুধু পুলিশ দিয়ে সম্ভব হবে না। অনেকে আদেশ অমান্য করে এলাকায় ঢোকার চেষ্ট করছে, ধানক্ষেত দিয়ে ঢুকতেছে। তাই সবচেয়ে বড় প্রয়োজন জনসচেতনতা। আমি সকলকে অনুরোধ করবো আপনারা সকলে আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের চেষ্টা যেন সফল হয়। সবাই যেন আমাদের পাশে থাকে, সবাইকে সুস্থ্য রাখতে সহযোগিতা করতে পারি। চাঁপাইতে কেউ যাবে না, কেউ যেন না আসে। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, চাঁপাই, রাজশাহী সীমান্ত এলাকায় চেকপোষ্ট বসানো হয়েছে। চাঁপাই এর কোন লোক, কোন গাড়ি নিয়াতপুরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমাদের কোন লোককে চাঁপাই এ যেতে দেওয়া হচ্ছে না। আজাদের মোড়, খড়িবাড়ীর জোনাকী, ধানসুরা এবং শিবপুর এলাকায় চেকপোষ্টে টহল চলছে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ নওগাঁয় আরও ৮৮ জন করোনায় আক্রান্ত রাজশাহীতেও গণপিটুনি খেয়েছিলেন এএসপি সুমিত জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল আত্রাইয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনা সংক্রমণ রোধেনিয়ামতপুরে সতর্কতা জারী