ফিলিস্তিনকে ৮০ কার্টন ওষুধ দিলো বিএনপি

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মে ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনি জনগণের জন্য ওষুধ সামগ্রী হস্তান্তর করেছে বিএনপি। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে ৮০ কার্টন ওষুধ তুলে দেয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় ফিলিস্তিনের দূতাবাসে গিয়ে ওষুধ সরবরাহ করার সময় বিএনপির প্রতিনিধি দলে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এনামুল হক চৌধুরী এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ইসলাম।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের জন্য ওষুধ সামগ্রী হস্তান্তর করেছি।

তিনি আরো বলেন, যে সময় ফিলিস্তিনের মানুষের ওপর নির্যাতন চলছে সে সময় সরকার পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল লেখাটা তুলে দেয়ায় আমাদের দুঃখবোধ হয়েছে, শোক প্রকাশ করেছি। যে মুহূর্তে সারা পৃথিবীর মানুষ ফিলিস্তিনের পক্ষে সেই মুহূর্তে আমাদের সরকার এটা করেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, ফিলিস্তিনি জনগণের জন্য বিএনপির পক্ষ থেকে ৮০ কার্টন ওষুধ সরবরাহ করা হয়েছে।