রোহিঙ্গাদের সহায়তার জন্যে বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্যে বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করছেন জাতিসংঘের সাধারণ পরিষদ সভাপতি ভলকান ভজকির।

বুধবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সেখানে তিনি রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন।

পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্যে বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করেন।

বৈঠকে রোহিঙ্গাদের সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান।

সামছু-দৌজা নয়ন জানান, পরে তিনি বালুখালী ৮ ডব্লিউ ক্যাম্পের ওয়াচ টাউয়ার থেকে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্যাম্প পর্যবেক্ষণ করেন। এরপর বালুখালী ক্যাম্পে ২২ মার্চের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য তুরস্ক সরকার কর্তৃক নির্মিত তুর্কি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে পুনর্নির্মিত হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

সাধারণ পরিষদ সভাপতি রোহিঙ্গাদের সম্মানজনকভাবে পূর্ণ নাগরিক মর্যাদায় মিয়িানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি রোহিঙ্গাদের কষ্টকর জীবনযাপন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি, জলপথে বিভিন্ন সময় রোহিঙ্গাদের মৃত্যুর বিষয়ও উল্লেখ করেন।

এই সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় বিমানে জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি ভলকান বজকির কক্সবাজার পৌঁছান। সেখান থেকেই তিনি সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে চলে যান।

এর আগে ২০১৮ সালে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছিলেন।