রাজধানীতে ইয়াবা-গাঁজা সহ গ্রেফতার ৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও অবৈধ গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শাহ আপেল ইসলাম (৩৭), মোঃ শহিদুল ইসলাম (৩২), মোঃ কবির মিয়া (২৪) ও মোঃ আলামিন (৪০)। এলিট ফোর্স র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বীণা রানী দাস, পিপিএম (সেবা) শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর পল্টন থানার ২৬, নয়াপল্টন, ভিআইপি রোডস্থ “হেভেন রোজ সুইটস্ এন্ড বেকারী” ও যাত্রাবাড়ী থানার কাজলার মোড়স্থ বায়তুন নুর জামে মসজিদের সামনে র্যাব-৩ এর সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে। র্যাব-৩ এর সহকারী পরিচালক বীণা রানী দাস আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর গোয়েন্দারা জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা একটি ট্রাকের মাধ্যমে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে রাজধানীর মতিঝিল থেকে পল্টন হয়ে শাহবাগ অভিমুখে আসছে। পরে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পল্টন থানার ২৬, নয়াপল্টন, ভিআইপি রোডস্থ “হেভেন রোজ সুইটস্ এন্ড বেকারী” নামক দোকানের সামনে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। আটককৃতদের ৩ জনের বাড়ি রংপুর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। এবিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বীণা রানী দাস শনিবার জানান, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে ব্রাহ্মণবাড়ীয়া থেকে ডেমরা ষ্টাফ কোয়াটার হয়ে ঢাকা অভিমুখে আসছে। পরে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর অপর একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত সোয়া ৮ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলার মোড়স্থ বায়তুন নুর জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে আলামিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। র্যাব-৩ এর সহকারী পরিচালক বীণা রানী দাস জানান, এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ১ কেজি গাঁজা এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। এবিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: প্রশ্নপত্র ফাঁস ও গুজবের অভিযোগে গ্রেফতার-৪ পরিবহন থেকে অবৈধ টোল আদায়, গ্রেফতার ৪ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪১ রাজধানীতে ইয়াবাসহ আটক ২ রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ছয় রাজধানীতে কোটি টাকার কষ্টি পাথরসহ আটক ৩ গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮ রাজধানীতে অস্ত্র ও মাদকসহ চার চাঁদাবাজ গ্রেফতার রাজধানীতে জাটকাসহ আটক ৭ জনকে জরিমানা SHARES Matched Content অপরাধ বিষয়: ইয়াবা-গাঁজা সহগ্রেফতার-৪রাজধানীতে