চাঁদপুরে গণধর্ষণের অভিযোগে ৩ ধর্ষণকারী আটক

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলার হাইমচর হাইমচর উপজেলার গাউছিল আজম দাখিল শ্রেণীর ৭ম শ্রেনী ছাত্রীকে ধর্ষণকারীদের বাড়ির বাগানে ডেকে এনে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক করেছে হাইমচর থানা পুলিশ।এ বিষয়ে ধর্ষিতা মা বাদী হয়ে হাইমচর থানা নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং ০৮, তারিখ ২১/০৫/২১।

গত ২০ মে সন্ধ্যায় হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের দক্ষিন পাড়া বগুলা গ্রামে এ ঘটনাটি ঘটে। হাইমচর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত রাকিব, শাহজালাল ও হাসান আটক করেছে। আটককৃত আসামীদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুর রহমান মোল্লা বলেন, প্রাথমিক তদন্তে গনধর্ষনের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে থানায় মেয়ে মা বাদী হয়ে মামলা করেছে। আমরা ৩ আসামী কে আটক করতে পেরেছি। আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।