মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড, আতঙ্কে প্রবাসীরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ২১, ২০২১ অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটিতে লকডাউনের মধ্যেও করোনা আক্রান্তের এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেল। সেই সাথে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মাঝে বাড়ছে আতঙ্ক। বুধবার বিকেলে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৫ জন এবং করোনায় মারা গেছেন ৪৬ জন, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মালয়েশিয়ার মোট জনসংখ্যা সব মিলিয়ে সাড়ে ৩ কোটি। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৪৯৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ১১৬ জন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৪০ জন। তবে দেশটিতে বাংলাদেশি প্রবাসীরা করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। করোনা রোধে গত ৭ মে থেকেই চলছে লকডাউন চলবে ৭ জুন পর্যন্ত। এমতাবস্থায় অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানাসহ অর্থনীতির খাতগুলো শর্তসাপেক্ষ খোলা রয়েছে। তবে শর্ত পূরণ করতে না পেরে অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপুলসংখ্যক প্রবাসী কাজ হারিয়ে বেকার হয়ে গেছে। তাদের আতঙ্ক হলো, এখন তো শর্তসাপেক্ষে স্বাভাবিকভাবে জীবন যাপন করা যাচ্ছে। কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সব কিছু বন্ধ করে দেওয়া হতে পারে। যদি তাই হয় প্রবাসীরা ২০২০ সালের মত গৃহবন্দী হয়ে যাবেন। Share this:FacebookX Related posts: মালয়েশিয়ায় ‘বহু বাংলাদেশি টাকার অভাবে টিকিট করতে পারেনি’ মালয়েশিয়ায় করোনায় নতুন করে ৮ জনের মৃত্যু তথ্য জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি গ্রেফতার মালয়েশিয়ায় বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রদূত ও পুলিশের উপপ্রধানের বৈঠক মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়ায় ২০১৭ জাল পাসপোর্ট ভিসাসহ বাংলাদেশি আটক মালয়েশিয়ায় বিপুল সংখ্যক পাসপোর্ট নবায়নের আবেদন মালয়েশিয়ায় বাংলাদেশি-রোহিঙ্গাসহ আটক ৪৯ মালয়েশিয়ায় বাংলাদেশী সহ ৩৯ অবৈধ অভিবাসী আটক ১৫ মিনিটেই করোনাভাইরাসের পরীক্ষা যুক্তরাষ্ট্রে ইরানে ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ৭ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আতঙ্কে প্রবাসীরাকরোনা আক্রান্তেরমালয়েশিয়ায়সর্বোচ্চ রেকর্ড