মাদক ও অস্ত্র উদ্ধারে সফল: পুলিশকে পুরস্কার প্রদান

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

নিউজ ডেস্কঃ অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত করা হয়েছে কুমিল্লা জেলা পুলিশকে।পুলিশ সপ্তাহ ২০২০ এর তৃতীয় দিনে (৭ জানুয়ারি ২০২০) আইজি ব্যাজ প্রদান শেষে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামের হাতে ‘মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার’ দুটি ক্যাটাগরিতেই বিশেষ অবদান রাখায় পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।পুরস্কার গ্রহণ শেষে সৈয়দ নুরুল আমার সংবাদকে বলেন, মাদকদ্রব্য উদ্ধারে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা জেলা পুলিশ। প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), তৃতীয় পুরস্কার পেয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

এছাড়াও অস্ত্র উদ্ধারেও বিশেষ ভুমিকা রেখে তৃতীয় স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।এবারের পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিট সমূহকে মোট ৬টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। যার মধ্যে ২টি ক্যাটাগরিতেই কুমিল্লা জেলা পুলিশ বিশেষ অবদান রেখে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।এরআগে ৬০৫ জনকে আইজিপি ব্যাজ প্রদান করেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এবারের আইজি ব্যাজ প্রাপ্ত কর্মকর্তাদের সংখ্যা পুলিশ সদর দপ্তর থেকে ৫৯৫ বলা হলেও পরবর্তীতে আরও ১০ জন বাড়ানো হয়। মোট ৬০৫ জনকে আইজি ব্যাজ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা।