নওগাঁয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলো ৪০০ শিক্ষক

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশ কিন্ডার গার্টেনের ৪০০ জন শিক্ষকের মাঝে নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আর্থিত সহয়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ আর্থিক সহয়তা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসাবে আর্থিক সহয়তা প্রদান করেন, জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ। প্রত্যেককে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা নিবাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশানের সাধারন সম্পাদক আলমগীর কবির প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউনে কিন্ডার গার্টেনের শিক্ষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপহারগুলো পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ দেশে কেউ না খেয়ে থাকবে না। প্রকৃত কর্মহীনদের মধ্যে এসব ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে মাস্ক পড়তে ও স্বাস্থ্যবিধি মানার আহবান জানান তিনি।