ধোবাউড়ায় বিপুল পরিমান অবৈধ বিড়িসহ গ্রেফতার-১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২১ স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন গোয়াতলা বাজারে বিপুল পরিমান অবৈধ বিড়িসহ ১ জনকে গ্রেফতার করছে র্যাব-১৪। ময়মনসিংহ র্যাব-১৪ এর সহকারী পরিচালক লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার এর পক্ষে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত ০৮/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত ১৭.৩০ ঘটিকার সময় র্যাব-১৪, এর একটি বিশেষ আভিযানিক দল এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন গোয়াতলা বাজারের পশ্চিম পার্শ্বে সুরুজ আলীর গোডাউনে অভিযানে পরিচালনা করে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের জন্য রক্ষিত ৮,৫৪,৫০০ শলাকা পাখি স্পেশাল বিড়ি উদ্ধার করে আসামী ১। মোঃ আফজাল হোসেন (২৬), পিতা- মোঃ কামরুজ্জামান, সাং- রঘুরামপুরপুর, থানা- ধোপাউড়া, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর হেফাজত হতে মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল স্টিকারযুক্ত অবৈধ বিড়ি ক্রয়-বিক্রয় করে আসছে। এই সমস্ত অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে অস্ত্র ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার-১ ধোবাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে গনধর্ষণ গ্রেফতার-১ ধোবাউড়ায় গাঁজাসহ যুবক আটক দূর্গাপুরে গাঁজাসহ গ্রেফতার-১ ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার-১ ময়মনসিংহে বিদেশী পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার-১ যশোদা পরিবহণ থেকে বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার, ২ চোরাকারবারি আটক ধোবাউড়ায় বিধিবহির্ভূত ভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের অভিযোগ ধোবাউড়ায় খাবারে বিষ মিশিয়ে হাঁস মারার অভিযোগ মুক্তাগাছায় ৩৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার আটক-১ ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র দুই সক্রিয় সদস্য আটক SHARES Matched Content অপরাধ বিষয়: অবৈধ বিড়িসহগ্রেফতার-১ধোবাউড়ায়বিপুল পরিমান