ধোবাউড়ায় বিপুল পরিমান অবৈধ বিড়িসহ গ্রেফতার-১

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন গোয়াতলা বাজারে বিপুল পরিমান অবৈধ বিড়িসহ ১ জনকে গ্রেফতার করছে র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার এর পক্ষে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত ০৮/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত ১৭.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৪, এর একটি বিশেষ আভিযানিক দল এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন গোয়াতলা বাজারের পশ্চিম পার্শ্বে সুরুজ আলীর গোডাউনে অভিযানে পরিচালনা করে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের জন্য রক্ষিত ৮,৫৪,৫০০ শলাকা পাখি স্পেশাল বিড়ি উদ্ধার করে আসামী ১। মোঃ আফজাল হোসেন (২৬), পিতা- মোঃ কামরুজ্জামান, সাং- রঘুরামপুরপুর, থানা- ধোপাউড়া, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামীর হেফাজত হতে মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল স্টিকারযুক্ত অবৈধ বিড়ি ক্রয়-বিক্রয় করে আসছে। এই সমস্ত অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।