কে এই মজনু, কী তার আসল পরিচয়? দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষক মজনুকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ধর্ষকের নাম মজনু (২৮)। তিনি মাঝে মাঝে হকারি করে পোশাক বিক্রির কাজ করতেন। এছাড়া সিএনজি চালক ছিলেন বলেও জানা গেছে।র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মজনুর ছবি ধর্ষণের শিকার ছাত্রীকে দেখানো হয়েছে। তিনি তাকে ধর্ষক বলে শনাক্ত করেছেন। ধর্ষক মজনু নিজেও অপরাধের দায় স্বীকার করেছে র্যাবের কাছে।ক্যান্টনমেন্ট থানায় করা এ ঘটনার মামলার এজাহারে উল্লেখ করা হয়, ধর্ষকের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চির মতো। গায়ের রং শ্যামলা, গড়ন মাঝারি। পরনে জিনসের পুরোনো ফুলপ্যান্ট ও ময়লা কালচে ফুলহাতা জ্যাকেট, পায়ে স্যান্ডেল এবং মাথার চুল ছোট করে ছাঁটা। তার সব কিছুই মিলে গেছে বলে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছে র্যাব। রোববার রাতে রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। বান্ধবীর বাসায় যাওয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। বাস থেকে নামার পর তাকে মুখ চেপে ধরে রাস্তার পাশে ঝোপে নিয়ে মারধর ও ধর্ষণ করা হয়। অজ্ঞান হয়ে যান ওই ছাত্রী। পরে জ্ঞান ফিরলে বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা খুলে বলেন। বান্ধবী তাকে ক্যাম্পাসে এনে অন্য বন্ধুদের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত, মামলার এজাহারে দেয়া বর্ণনার পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিসে চিকিৎসাধীন নির্যাতিতা ছাত্রীর বয়ান ধরে সোমবার থেকেই এর তদন্তে নামে বিভিন্ন বাহিনী। সঙ্গে যোগ হওয়া ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ মিলিয়ে করা অভিযানে মিললো একজন।এদিকে ঘটনা জানাজানি হওয়ার পরপরই আন্দোলন শুরু করে ঢাবির শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয় ভিসি, প্রক্টর ও শিক্ষকরা। গত দুইদিন ধরে ঘটনার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। Share this:FacebookX Related posts: ডামুড্যায় কৃষি জমিতে পুকুর খনন, ইউএনও’র অভিযান ভৈরবে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জরিমানা ও সাজা প্রদান প্রশ্নপত্র ফাঁস ও গুজবের অভিযোগে গ্রেফতার-৪ মোহাম্মদপুরে চোরাই সিএনজি কেনাবেচা চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক ২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে খুন! পল্লবী থানায় বিস্ফোরণ : তিনজন ১৪ দিনের রিমান্ডে রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ লালবাগে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক গাজীপুরে রিভলবার-গুলিসহ গ্রেফতার ৩ শ্যামলীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: কী তার আসলকে এই মজনুপরিচয়?