সাংবাদিককে শ্রমিক লীগ নেতার হুমকি

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মে ৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মাজেদ খান।

এ ঘটনায় শুক্রবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আলাউদ্দিন আল আজাদ বিজয় টিভির সিটি রিপোর্টার।

তার অভিযোগ, ৭ নম্বর সেক্টরে অবস্থিত রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সে তার (ভুক্তভোগীর) একটি ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিতেই অনেক দিন ধরে মার্কেটের স্বঘোষিত সভাপতি ও শ্রমিক লীগ নেতা মাজেদ খান নানা ভাবে হয়রানী করছেন। এর ধারাবাহিতায় শুক্রবার দুপুরে মাজেদ খান ও তার ছেলে নাজিম সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার চেষ্টা করেন। এ সময় মার্কেটের অন্য ব্যবসায়ীরা প্রতিবাদ করলে মাজেদ খান ও তার ছেলে আজাদকে প্রকাশ্যে হাত-পা ভেঙ্গে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান ইলিয়াছ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।