রায়পুরে হারবাল ডাক্তারসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমাণ আদালতে এক হারবাল ডাক্তারসহ চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের এক লক্ষ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরী এ আদালত পরিচালনা করেন। হোমিও দোকান থেকে সাত পদের মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর কৃষি বিপনন মার্কেটিং অফিসার মো. মনির হোসেন ও ড্রাগ সুপার মো. ফজলুল হক। অর্থদণ্ডকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমী সংলগ্ন ঢাকা হোমিওকে ৫০ হাজার, সোনালী ব্যাংক সংলগ্ন হালুয়া বিল্লাল নামের এক হারবাল ব্যবসায়ীকে ৫০ হাজার, নতুন বাজার এলাকায় স্টার বেকারীকে ৩০ হাজার টাকা ও বালিকা বিদ্যালয় মার্কেট সংলগ্ন রুবেলের খাবার দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন চৌধুরী জানান, নিজেদের হার্ঢব্লোকেজ, মানষিক ও ক্যান্সার ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদিত ঔষধ এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অভিযোগে দুই জনকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রয় করায় পৃথকভাবে ৩০ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।