হালুয়াঘাট সদর ইউনিয়নে ভিজিএফ বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মে ৬, ২০২১ হালুয়াঘাট সদর ইউনিয়নে ভিজিএফ বিতরণ হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নে অসহায়,হতদরিদ্র সুবিধাভোগী পরিবারের কার্ডধারীদের মাঝে ভিজিএফ বিতরণ করা হয়েছে । বুধবার(৫ মে) সকালে ইউনিয়ন পরিষদে ভিজিএফ বিতরণ কার্যকর্ম এর শুভ উদ্বোধন করা হয় । এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইকরামুল হাসান খসরু, সমবায় কর্মকর্তা ও ট্যাগ অফিসার কামরুল হুদা, সচিব মোখলেছুর রহমান,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মানিক মিয়া,মোছাঃ হাসনা বেগমসহ আরো অনেকেই । এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইকরামুল হাসান খসরু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্বকৃত এবার সদর ইউনিয়নে ৫ হাজার ৭শত ৯৫ জন কার্ডধারী ভিজিএফ সুবিধাভোগী পাচ্ছেন ২৬ লক্ষ ৭ হাজার ৭৫০ টাকা। শান্তিপূর্ণ্য পরিবেশে সকলেই মাস্ক ব্যবহার করে ভিজিএফ বিতরণ সম্পন্ন করেছেন। জানা যায়,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫৩ হাজার ১শত ৮৫ জন অসহায়,হতদরিদ্র সুবিধাভোগী পরিবারের মাঝে মঙ্গলবার (৪ মে) সকাল থেকে টানা ৩দিন ৬ মে পর্যন্ত দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্বকৃত জনপ্রতি ৪৫০ টাকা করে ১২টি ইউনিয়নে ২ কোটি ৩২ লক্ষ ৪০ হাজার ২৫০ টাকা ও পৌরসভায় ৬ লক্ষ ৯৩ হাজার সর্বমোট ২ কোটি ৩৯ লক্ষ ৩৩ হাজার ২৫০ টাকা ভিজিএফ সুবিধাভোগীদের বিতরণ করা হয়। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ হালুয়াঘাটে নবজাতকের লাশ উদ্ধার হালুয়াঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ হালুয়াঘাটে ফাঁসিতে ঝুঁলে দুইজনের আত্মহত্যা হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মূখে হাসির ঝিলিক হালুয়াঘাটে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন হালুয়াঘাট থানায় ওসি মোহাম্মদ আলী মাহ্ মুদ’র যোগদান হালুয়াঘাট পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রশান্ত কুমার সাহা’র পরলোক গমন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ করোনায় আক্রান্ত-২ হালুয়াঘাট কৃষি অফিসের ৫ কর্মকর্তাসহ নতুন আক্রান্ত-৬, মোট আক্রান্ত ২৫ হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশান ঘাট মন্দিরে অনুদানের চেক বিতরণ হালুয়াঘাট সদর ইউপি নির্বাচনে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী সালেহ্ আহাম্মদ SHARES Matched Content দেশের খবর বিষয়: ভিজিএফ বিতরণসদর ইউনিয়নেহালুয়াঘাট