ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে অবস্থিত দুইটি মার্কিন বিমান ঘাঁটিতে ১২টির বেশি ব্যালেস্টিক মিসাইল হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।পেন্টাগন জানিয়েছে, ইরবিল ও আল-আসাদ বিমান ঘাঁটিতে মিসাইল হামলা হয়েছে। ইরান থেকেই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দেশটির শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার জবাব হিসাবে এই হামলা করা হয়েছে।ইরাকের আল-আসাদ নামের ওই বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি মিসাইল হামলা করে।হোয়াইট হাউজ পরিস্থিতির ওপর নজর রেখেছে।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ওই এলাকায় যুক্তরাষ্ট্রের ও সহযোগীদের সকল কর্মীকে রক্ষায় দরকারি সব ব্যবস্থা নেয়া হবে। তবে এই মিসাইল হামলায় কেউ হতাহত হয়েছে কিনা, তা এখনো পরিষ্কার নয়।হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, ইরাকের একটি মার্কিন ঘাঁটিতে হামলার খবরের ব্যাপারে আমরা সচেতন রয়েছি। প্রেসিডেন্ট এ বিষয়ে অবহিত হয়েছেন এবং তিনি গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ও জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করছেন।ইরানের রেভ্যুলশনারি গার্ড জানিয়েছে, সোলেইমানির হত্যাকাণ্ডের বদলা হিসাবে এই হামলা চালানো হয়েছে।আমেরিকার সব সহযোগীদের আমরা সতর্ক করে দিচ্ছি, যারা তাদের ঘাঁটিগুলোকে এই সন্ত্রাসী সেনাবাহিনীকে ব্যবহার করতে দিয়েছে, যেখান থেকেই ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালানো হবে, সেটাই লক্ষ্যবস্তু করা হবে, ইরানের ইরনা নিউজ এজেন্সিতে একটি বিবৃতিতে বলেছে বাহিনীটি। সূত্র-বিবিসি Share this:FacebookX Related posts: অল ইজ ওয়েল, ইরানের হামলার পর ট্রাম্প ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা বিমান দুর্ঘটনায় গ্রেপ্তার ইরানের মিসাইল অপারেটর করোনাভাইরাসে ইরানের সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু ইরানের ২৩ এমপি করোনায় আক্রান্ত চুক্তির পরপরই গাজায় ইসরায়েলের রকেট হামলা জাতিসংঘের ভাষণে ইরানের কড়া সমালোচনা সৌদি বাদশাহর সৌদিতে দুই দফা ড্রোন হামলা রাশিয়া-চীনের সঙ্গে অস্ত্র চুক্তি ইরানের যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা ভয়ংকর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান আফগানিস্তানে জাতিসংঘের গাড়িবহরে হামলা, নিহত ৫ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতেইরানেরক্ষেপণাস্ত্রহামলা