পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৩

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মে ১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গলাচিপা থেকে মোটরসাইকেল যোগে জয়ন্ত অপূর্ব নামে দুই জন বরিশাল যাবার উদ্দেশ্যে সদর উপজেলার আউলিয়াপুরের ফতুল্লা বাজারের নিকটে আসলে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ন ১৯-০০৬৭) একটি খালি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই জয়ন্ত এবং অপূর্ব নিহত হয়। এ সময় পথচারীসহ আহত হয় আরো ৩ জন। স্থানীয়রা মোটর সাইকেলের চালক ও আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পটুয়াখালী মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক এবং হেলপারকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লাশ পোষ্ট মার্টামের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।