ইরানে বিধ্বস্ত প্লেনের ১৮০ আরোহীর কেউ বেঁচে নেই

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ইরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত প্লেনের ১৮০ আরোহীর কেউ বেঁচে নেই।বুধবার (৮ জানুয়ারি) ইউক্রেইন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই প্লেনের সব আরোহী মারা যাওয়ার হওয়ার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।কারিগরি সমস্যার কারণে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে।ওই উড়োজাহাজ বিধ্বস্তের পর বিমানবন্দরের কাছে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল বলে রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছিলেন ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদেহি।একই টেলিভিশনকে ইরানের জরুরি বিভাগের প্রধান পীর হোসেইন কৌলিভান্দ বলেছেন, বিমানটিতে আগুন জ্বললেও আমরা ক্রুদের পাঠিয়েছি।প্লেনটিতে ১৭০ জন যাত্রী ও ক্রু ছিল জানিয়ে কিছু আরোহীকে ‘রক্ষা করা সম্ভব হতে পারে’ বলে তখন আশা প্রকাশ করেছিলেন তিনি।তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমানটি।