হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানী বন্ধ

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মে ১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার সকালে দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের কথা জানান।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপিত হচ্ছে। ফলে সরকারিভাবে ছুটি থাকায় দিবসটি উদযাপনে দুই দেশের পরিবহন শ্রমিক, মালিক ও ব্যবসায়িরা পণ্য আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ কারণে সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।