অল ইজ ওয়েল, ইরানের হামলার পর ট্রাম্প

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অল ইজ ওয়েল! (সব ঠিক আছে)।স্থানীয় সময় পৌনে ১০টার দিকে টুইটারে আরো একবার নিজের শক্তিশালী সেনাবাহিনীর কথা স্মরণ করিয়ে দেন ট্রাম্প।তিনি বলেন, সব ঠিক আছে! ইরাকে দুটি সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এখন হতাহত এবং ক্ষয়ক্ষতির হিসাব করা হবে। এখন পর্যন্ত সবকিছু ভালোই চলছে। আমাদের আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সেরা অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। আগামীকাল সকালে আমি একটি বিবৃতি দেব।এর আগে বুধবার ভোরে এক ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন ঘাঁটিতে অন্তত এক ডজন মিসাইল হামলা চালায় ইরান।ইরানের ভূমি থেকে ইসলামী রেভল্যুশনারি গার্ডের সদস্যরা মিসাইলগুলো ছোড়ে বলে ফার্স নিউজের খবরে বলা হয়েছে।