মির্জাগঞ্জে সাঁকো দিয়ে চলাচল-চরম ভোগান্তিতে এলাকাবাসী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১ মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মোল্লা বাড়ির সামনে হুজুর আলীর খালের ওপর ঝুঁকিপূর্ন বাশেঁর সাঁকো দিয়ে পারাপারে ছাত্রছাত্রী সহ ১০ গ্রামের মানুষের দুভোর্গ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। সরেজমিনে গিয়ে জানাযায়, ৪১ বছরেরও বেশি সময়কাল ধরে এ খালের উপরে বাঁশের সাকোঁতে ঝুঁকিপূর্ন ভাবে চলাচল করে আসছে এখানকার সাধারণ জনগন । সরকার আসে সরকার যায় কিন্তু সাঁকোটি হয়নি কোন পরিবর্তনের ছোয়া এখানে পরেনি । কোনো নির্বাচন এলেই এই সাঁকোটির পরিবর্তে ব্রীজ কিংবা কালভার্ট নির্মানের আশ্বাস দেন প্রার্থীরা। কিন্তু নির্বাচন চলে গেলেও এখানে ব্রীজ আর নির্মান হয়না বলে জানান স্থানীয়রা। একটি সেতুর জন্য উত্তর আমাড়াছিয়া গ্রামের সার্বিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হবার উপক্রম হয়েছে। খালের উপর সংযোগ সেতু না থাকায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদ্রসার শিক্ষার্থী এবং জনসাধারন পড়েছে চরম ভোগান্তিতে। দীর্ঘ দিনের দাবীর পরেও বিদ্যালয় সংলগ্ন হুজুর আলী খালের উপর সংশ্লিষ্ট কর্তপক্ষ সংযোগ সেতু নির্মানের নেয়নি কোনো ব্যবস্থা। বর্তমানে জীবনের ঝুকিঁ নিয়ে বাঁশের সাকোঁ দিয়ে শিক্ষার্থীসহ জনসাধারনকে চলাচল করতে হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে এলেই সাঁকো দিয়ে চলাচলে দূর্ভোগের এখানকার সাধারণ মানুষরা। আমাগাছিয়া,উত্তর ছৈলাবুনিয়া, কিসমত ছৈলাবুনিয়া, সুবিদখালী সরকারি কলেজ, সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজ, উপজেলা সদরস্থ সুবিদখালী বাজারে এবং মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে যেতে হলে এই বাঁশের সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী সহ এলাকাবাসীর। মোঃ কাদের জানান , গ্রামবাসীদের উদ্যেগে বাশেঁর সাঁকোটি নির্মাণ করা হয় অনেক বছর আগে। নিজেদের উদ্যোগে প্রতিবছরই বাশেঁর সাঁকোটি মেরামত করি। এর আগে এখানে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হত এ এলাকার মানুষ। এখানে ব্রীজটি নির্মান না হওয়ার অভাবে শিক্ষা, চিকিৎসা ও কৃষি ক্ষেত্রেও গ্রামের লোকজনসহ নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চলাচলরত ১০ গ্রামের মানুষকে। হুজুর আলী খালের উপর সাঁকো দিয়ে বিভিন্ন গ্রামের মানুষ চলাচল করে থাকে। অনেক সময়ে পথচারীরাসহ শিক্ষার্থীরা পা ফসকে খালে পড়ে দুর্ঘটনার শিকার হয়। নির্বাচনের সময়ে প্রার্থীরা সবাই এখানে সাঁকোর পরিবর্তে ব্রীজ নির্মানের আশ্বাস দেন কিন্তু নির্বাচন শেষ হলে আমাদের কথা কেউ মনে রাখে না। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এখানে ব্রীজটি নির্মানের দাবী জানান সাধারণ মানুষারা। বিদ্যালয় সংলগ্ন খালের ওপর নড়বড়ে সাকোঁ দিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় শিকার হয়। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার অবহিত করা হলেও কোন কাজ হয়নি। এ খালের উপর ব্রীজ নির্মান করা হলে এ বিদ্যলয়ের শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে সুবিধা হবে। Share this:FacebookX Related posts: করোনার ঝুঁকি এড়াতে মির্জাগঞ্জে স্কুল মাঠে বসল বাজার মির্জাগঞ্জে ঘর ভাংচুর, তরুণীকে পিটিয়ে জখম মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু মির্জাগঞ্জে ভাইস-চেয়ারম্যানকে পিটালো ছাত্রলীগনেতা মির্জাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি ও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ মির্জাগঞ্জে চোরাই মালামালসহ আটক-২ মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী মির্জাগঞ্জে ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়েছে দুবৃর্ত্তরা মির্জাগঞ্জে আ.লীগের অফিস ভাংচুর, গ্রেফতার -৩ মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ,২ জনকে কুপিয়ে জখম মির্জাগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে সফল কৃষক শাহাজাদা SHARES Matched Content দেশের খবর বিষয়: এলাকাবাসীচরম ভোগান্তিতেমির্জাগঞ্জেসাঁকো দিয়ে চলাচল