ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যৎস্পৃষ্ট হয়ে আলফাজ উদ্দিন(২৮)ও অমিত(২৭) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাদেরকে উদ্ধার করতে গিয়ে একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার জামিরদিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন ইন্টারনেটের ব্যবসা করে আসছিল। ঘটনারদিন রাতে ইন্টারনেট সংযোগ দিতে কর্মচারী অমিত একটি টিনের চালায় উঠলে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এসময় নিচ থেকে আলফাজ কর্মচারী অমিতকে ডাকাডাকি করলেও তিনি সারা না দেয়ায় তাকে বাঁচাতে আরফাজও ঐ টিনের চালায় উঠে বিদ্যুতের তারে জড়িয়ে পরেন। পরে ঘটনাটি টের পেয়ে আলফাজের পিতা আলিম উদ্দিন তাদেরকে উদ্ধার করতে গিয়ে তিনিও গুরুতর আহত হন।

এলাকাবাসী বিষয়টি টেরপেয়ে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলফাজ ও অমিতকে মৃত: ঘোষণা করেন। আহত আলিম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।