ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ জন নিহত: ইরান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে মার্কিন দুইটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ মার্কিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় এক টেলিভিশন।তবে ইরানের হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।বুধবার ইরানের স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ এবং কুর্দিস্তানের এরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে গত শুক্রবার বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে কুদস বাহিনীর কামান্ডার কাসেম সোলেমানিকে হত্যার বদলা নিতেই এ আক্রমণ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আমেরিকার সহযোগীদের আমরা সতর্ক করে দিচ্ছি, যারা তাদের ঘাঁটি ওই সন্ত্রাসী সেনাবাহিনীকে ব্যবহারের সুযোগ দিচ্ছে। যে জায়গা থেকেই ইরানের বিরুদ্ধে হামলা হোক না কেন, সেটা আমাদের টার্গেটে পরিণত হবে।যুক্তরাষ্ট্র ওই হামলার জবাব দেয়ার চেষ্টা করলে তাদের নতুন হামলার মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ার করা হয় বিবৃতিতে।।১৯৯৮ সাল থেকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ‘বিদেশি শাখা’ কুদস ফোর্সের নেতৃত্ব দিয়ে আসা মেজর জেনারেল কাসেম সোলেমানিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হত।যুক্তরাষ্ট্র তাকে ‘সন্ত্রাসী’ ও মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীর জন্য হুমকি হিসেবে বিবেচনা করলেও নিজের দেশে সোলেমানি বীরের মর্যাদা পেয়ে আসছিলেন। মঙ্গলবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে সোলেমানির দাফন অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নামে।শোকার্ত জনতা সেখানে স্লোগান দেয়- ‘আমেরিকা নিপাত যাক’, ‘ট্রাম্প নিপাত যাক’।সোলেমানিকে দাফনের কয়েক ঘণ্টা পর ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর আসে ইরানের সংবাদমাধ্যমে। Share this:TwitterFacebook Related posts: চীনে রেস্তোরাঁ ধসে কমপক্ষে ৫ জন নিহত ঘানায় গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত ভূমধ্যসাগর থেকে ২৬৫ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৮০ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রেরজনননিহত: ইরা